মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য হাসপাতালে

আজকের দেশবার্তা রিপোর্টঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (১৭ জুলাই) তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়িতেই হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা।  শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।  কেন ঐশ্বরিয়া এবং আরাধ্যাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলো সে বিষয়ে কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত।

উল্লেখ্য, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। গত সপ্তাহ থেকে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে অমিতাভ ও অভিষেকের।