শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা সংক্রমণ রোধে অসহায়দের পাশে ‘ইসাথী’

প্রধান প্রতিবেদক আজকের দেশবার্তাঃ বৈশ্বিক করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা। করোনার কবল থেকে বাংলাদেশও ছাড়া পায়নি। আর এ অবস্থায় খেটে খাওয়া মানুষগুলো হয়ে গেছে কর্মহীন, অসহায়।

তাদের চলার কোন পথ নাই। নিন্ম শ্রেণীর মানুষ সাহায্যের জন্য হাত বাড়াতে পারলেও নিন্মবিত্ত ও মধ্যবিত্তরা কারো কাছে হাত বাড়াতে পারছেননা। তারই ফলস্বরুপ শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট, বাজিতপুর রোড এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ইসাথী” অন কলে পরিচয় গোপন রেখে নগদ অর্থ সহায়তা করে আসছেন। ইতিমধ্যে সংগঠনটি ব্যাপক সাড়াও পেয়েছেন। উপকারভোগীরা সংগঠনটিকে ধন্যবাদ জানিয়েছেন।

তারা জানান, সমাজের বিত্তবানরা যদি এমনভাবে অসহায়দের পাশে এসে দাঁড়ায় তাহলে দেশের যে কোন দূযোর্গ মোকাবেলা করা অনায়েশে সম্ভব হবে।সংগঠনটি গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিয়োজিত রয়েছে।