মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুফা বেগম (৫৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হনুফা বেগম উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের গাংগাইতা গ্রামের মো. আন্তাজ আলীর স্ত্রী।


জানাযায়, সোমবার (২৫ মে) দুপুরে আনুমানিক ১ টার দিকে হনুফা বেগম আউলিয়াবাদ বাজারে তার স্বামীর হোটেলে অসাবধানতাবসত কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য মো. কামরুল হাসান আরশেদ । ঈদের দিনে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।