শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরের শ্রীপুরে বিসিসিসিআই ও আনহুই লাভ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ১২০০ পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ

“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলার শ্রীপুরে ‘বাংলাদেশ চায়না চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং আনহুই লাভ চ্যারিটি ফাউন্ডেশন’ এর উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই ঘরে থাকায় অসহায় শ্রমজীবি ১২০০ পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সমাগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীয় মধ্যে রয়েছে চাল,ডাল, আলু, তেল, লবণ, সেমাই, চিনি ও দুধ।

আজ সকালে(১৭/০৫/২০২০) শ্রীপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য জননেতা ভিপি মোঃ ইকবাল হোসেন সবুজ(এমপি), বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিসিআই এর সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মৃধা বেনু, যুগ্ম সাধারন সম্পাদক আল মামুন মৃধা, শ্রীপুর পৌর মেয়র ভিপি আলহাজ্ব আনিছুর রহমান,জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাহাবুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অসহায় ১২০০ পরিবার ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছেন।

ত্রাণ সামগ্রীতে ঈদ উপহার থাকায় তারা আরও বেশি খুশি হয়েছেন। ত্রাণ পাওয়া অসহায় পরিবারগুলো বাংলাদেশ চায়না অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি(বিসিসিসিআই) ও আনহুই চ্যারিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন।