শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ছড়া ঈদের দিন

-তাসমিয়া রহমান তাশিন

ঈদের দিনে আমরা সবাই
কত্ত মজা করি
নতুন জামা জুতো পরে
খাই পিঠে পুলি
ছোট বড় সবাই মিলে
করি কোলাকোলি।
সকল বিষয় জানার জন্য
থাকি কৌতুহলি।
দুপুর হলে কুরমা-পোলাও
সালাত সবাই খাই
বিকেল হলে বাবার সাথে
দূরে ঘুরতে যাই।
ঈদের দিনে আমরা সবাই
করি ঘুরাঘুরি
বিকেল বেলায় খাবনা মোরা
নোংরা ঝালমুড়ি।

বিঃদ্রঃ তাসমিয়া রহমান তাশিন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার স্বনামধন্য মেয়র আনিছুর রহমানের ভাতিজি। আলহাজ্ব মজিবুর রহমানের মেয়ে। তাশিন স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।