মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

টাঙ্গাইলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পূর্বাহ্ন থেকে ওই লোকটি মঙ্গলবার কাকরাইদের নির্মাণাধীন শস্য সাইলো (আধুনিক গোডাউন) গেটে রাস্তার পাশে শুয়ে ছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পাগল বলে কেউ কাছে গিয়ে খোঁজ নেয়নি। দুপুরের পর তার দেহ নড়াচড়া করতে না দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ জানান, স্থানীয়দের খবর পেয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্ভবত লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।