মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ছাত্রলীগের হিমেল এর নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন পন্ড

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে পাঁচ কর্মীকে আহত করেছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে পাঁচ ছাত্র অধিকার পরিষদের কর্মীকে আহত করেছে।

ছাত্র অধিকার পরিষদের কর্মীরা অভিযোগ করেন, প্রায় ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি চলার পর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের অস্তত পাঁচজন কর্মী আহত হয়। মুহূর্তেই মানববন্ধন কর্মসূচি পন্ড হয়ে যায়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সমন্বয়ক কাওসার আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং সোমবার রাতে ঢাকায় নেতাকর্মীদের উপর পুলিশের লাঠির্চাজের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কিছু অতি উৎসাহী বিএনপি জামাতপন্থী ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি।