বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’

দেশের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর, গণতান্ত্রিক, সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠার আমৃত্যু লড়াকু সৈনিক, বরেণ্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি। ১৪ মে বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ড. আনিসুজ্জামান আমৃত্যু লড়ে গেছেন মানুষের পক্ষে। তাঁর চলে যাওয়া জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতের সৃষ্টি হয়েছে-যা কখনোই পূরণ হবার নয়। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ ড. আনিসুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন, পঙ্কজ ভট্টাচার্য, এডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, রামেন্দ্র মজুমদার, ডা.সারোয়ার আলী, আবেদ খান, জিয়া উদ্দিন তারেক আলী, আজিজুর রহমান, নুরুর রহমান সেলিম, এডভোকেট রানাদাস গুপ্ত, খুশি কবির, অধ্যাপক এমএম আকাশ, রাজিয়া সামাদ, জয়ন্তী রায়, এ এম এ সবুর, রুবায়েত ফেরদৌস, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, অধ্যক্ষ সারোয়ার মানিক, এডভোকেট অশোক সরকার, অসিত বরণ রায়, সালেহ আহমদ,এ কে আজাদ, সানোয়ার হোসেন শামসী, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সালমা সুলতানা, এডভোকেট পারভেজ হাশেম, ড.সেলু বাসিত, মামনুর রশীদ, সেলিম রেজা, এডভোকেট ফয়েজ আহমদ ও জুবায়ের আলম প্রমুখ। এদিকে, ড.আনিসুজ্জামানের মৃত্যুতে অনুরূপ শোক বিবৃতি পাঠিয়েছে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার সংগঠনের জেলা সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বিবৃতি প্রদান করা হয়l