মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

পটুয়াখালীতে ভুয়া ডাক্তার আটক

গলাচিপা থেকে নুরুজ্জামান তালুকদার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮। র‌্যাব পটুয়াখালী ক্যাম্প কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, গতকাল জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারের তালুকদার মেডিসিন হাউসে অভিযান চালিয়ে নুরুজ্জামান তালুকদারকে আটক করা হয়।

তিনি পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে। চিকিৎসাশাস্ত্রে কোনো ডিগ্রি অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছিলেন তিনি।