শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সখিপুরের পৌর যুবদলের আহ্বায়ক বাসাইল উপজেলার ইউপি সদস্য

নিজস্ব সংবাদদাতা : বাসাইল উপজেলার কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামরুল সিকদারকে সখীপুর পৌর যুবদলের আহবায়ক ঘোষণা করা হয়েছে। বাসাইলের বাসিন্ধা ও ভোটার হয়ে কিভাবে সখীপুর পৌর যুবদলের আহবায়ক হন এ বিষয়টি নিয়ে সখীপুরের চায়ের দোকান ও হোটেলগুলোতে এখন খুশ খপ্প্ আর হাসির খোরাক হয়ে দাড়িয়েছে। তারা ভাবছেন তবে কী সখীপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠন এখন নেতৃত্বহীন । ভাড়া করা নেতা দিয়ে চলছে সখীপুর যুবদল। এ প্রশ্ন সবার মুখে মুখে।

গত ১৫ সেপ্টেম্বর কামরুল সিকদারকে আহবায়ক এবং কায়সার কাশেমকে যুগ্ম আহবায়ক ঘোষণা করা হয়। সখীপুর রাজু ক্যাডেট স্কুলে আয়োজিত সভায় কেন্দ্রিয় যুবদলের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রিয় যুবদলের সহ- সম্পাদক জাকির হোসেন নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, টাঙ্গাইল জেলা যুব দলের আহবায়কক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেদ আহমেদ, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছবুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সখীপুর পৌর যুবদলের আহবায়ক কামরুল সিকদার বলেন, বর্তমানে বাসাইল উপজেলার কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য তিনি। পূর্বে সখীপুরের ভোটার থাকলেও বর্তমানে তিনি বাসাইল উপজেলার কলিয়া গ্রামের ভোটার এবং বাসিন্ধা।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরী, কামরুল সিকদার তার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত বর্তমান ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসাইলের ইউপি সদস্যকে সখীপুর পৌর যুবদলের আহবায়ক করার বিষয়ে জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী বলেন, উপস্থিত ভোটারদের ভোটে কামরুল সিকদার আহবায়ক নির্বাচিত হয়েছেন এতে আমাদের কিছু করার নাই।

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান সাজু বলেন, কামরুল সিকদার দীর্ঘদিন ধরে সখীপুরে অবস্থান করে সখীপুরের যুবদলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তবে কামরুল সিকদার সখীপুরের ভোটার নন বিষয়টি জানেন না বলে জানান।