মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

সখীপুরে নতুন করে করোনায় আক্রান্ত একজন

সখীপুরে করোনা আক্রান্ত পূর্বের ছয়জন সুস্হ হওয়ার দুইদিনের মধ্যেই নতুন করে আক্রান্ত হলো আরো একজন।আক্রান্ত ঐ ব্যাক্তির নাম আলম মিয়া।৪২ বছর বয়সী আলম মিয়ার বাড়ি উপজেলার বহেড়াতৈল গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সোবহান জানান,ওই ব্যাক্তি স্বেচ্ছায় বৃহস্পতিবার সখীপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁর লক্ষণ বর্ণনায় চিকিৎসকেরা  নমুনা পরীক্ষার জন্য পরামর্শ দেন। পরে উপজেলার করোনা নমুনা সংগ্রহকারী চিকিৎসক দল শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠান।

আজ আলম মিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা প্রশাসন সূত্রে ঐ বাড়ি লকডাউন করাসহ, ব্যাক্তির সংস্পর্শে যারা এসেছে তাদের নমুনাও পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলে জানা যায়।

সাজ্জাত হোসেন রবিন, সখীপুর প্রতিনিধি