শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

সখীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্প্রে মেশিন বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস এর বিস্তার প্রতিরোধের লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সখীপুর থানায় ঔষধ ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।