বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে জনবল সংকটে স্বাস্হ্য সেবা ব্যাহত।


মোস্তাফিজুর রহমান, সরিসাসরিষাবাড়ীতে জনবল সংকটে স্বাস্হ্য সেবা ব্যাহত। মোস্তাফিজুর রহমান, সরিসাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৯ টি কলসালটেন্ট পদ,৩য় ও ৪র্থ শ্রেণীর মোট ১৭টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় চিকিৎসা সেবা বিঘ্ন হচ্ছে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সূত্রে জানা যায়,প্রায় ৫লক্ষ লোকের বসবাসরত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।দীর্ঘদিন যাবৎ গাইনী,কার্ডিওলজি, অর্থোপেডিকস,শিশু,চক্ষু,ইএনটি, এ্যানেসথেসিয়া, মেডিসিন,চর্ম ও যৌনসহ মোট ৯টি কলসালটেন্ট (বিশেষজ্ঞ) পদ খালি রয়েছে।অপরদিকে ৪র্থ শ্রেণি- ৩জন আয়া,পরিচ্ছন্ন কর্মী ২জন,পাচক ১জন,নৈশ প্রহরী ১জন এবং ৩য় শ্রেণি- স্টোর কিপার ১জন,ক্যাশিয়ার ১জন ও স্বাস্থ্য সহকারী ৬জন সহ মোট ২৬টি পদ খালি রয়েছে।পদগুলো খালি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে দৈনন্দিন চিকিৎসা, দাপ্তরিক,পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকান্ডে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্হা গ্রহণ করা হয় নাই।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল ইসলাম বলেন গুরুত্বপূর্ণ ৯টি কনসালটেন্ট পদ ও ৩য় শ্রেণির ৮ এবং ৪র্থ শ্রেণির ৯টি পদ শুন্য রয়েছে। তিনি আরও জানানদৈনন্দিন চিকিৎসা কার্যক্রম, দাপ্তরিক কর্মকান্ডসহ চরম ব্যাঘাত হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোন ব্যবস্থা হয়নি।