শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরিষাবাড়ীতে ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী,থানায় অভিযোগ

  সরিষাবাড়ীপ্রতিনিধি ঃজামালপুরের সরিষাবাড়ীতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় দশম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ ফেব্রুয়ারী সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা সরিষাবাড়ী থানায় ১০ ফেব্রুয়ারী রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অপহৃতার পিতা কামরুল হাসান(মান্নান)জানান,তার মেয়ে(১৫)সরিষাবাড়ী উপজেলা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি বেশ কিছু দিন ধরে স্কুলে প্রাইভেট পড়তে আসা যাওয়ার পথে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখ এর ছেলে মানিক মিয়া(২৮) তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনাটি তার বাবা-মাকে জানালে বখাটে মানিক মিয়া কে সর্তক করা হয়।এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে বয়ড়া ব্রীজের উপর থেকে সিএনজি করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় মানিক মিয়া।         এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবর অপহৃতার পিতা কামরুল হাসান (মান্নান) বাদী হয়ে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখ এর ছেলে মানিক মিয়া(২৮) কে প্রধান বিবাদী ও একই গ্রামের আব্দুল মান্নান শেখ (৬০) এবং আজাহার মিয়া (৫৮) কে বিবাদী করে তিন জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন । 
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ  আবু মোঃ ফজলুল করীম বলেন, ঘটনাটি প্রেম ঘটিত বলে ধারণা করা হচ্ছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্রী উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।