বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে করা যাবে কেনা-বেচা

নিজস্ব সংবাদদাতা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে চ্যাট থেকেই সরাসরি যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, বিজনেসের সঙ্গে সব মেসেজ ফেসবুকের হোস্টিং ব্যবহার করা হবে। অনেক চিন্তা-ভাবনার পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজনেস অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন মেসেজ পাঠানোর জন্য পৃথক টাকা নেয় ফেসবুক।
এবার হোয়াটসঅ্যাপ থেকে ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে এ অ্যাপের মাধ্যমেও আয় করতে পারবে জনপ্রিয় এ মেসেজিং প্ল্যাটফর্ম।