শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০

১৫৭ বাংলাদেশি ফিরলেন লন্ডন থেকে

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে যুক্তরাজ্যের লন্ডনে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (চার্টার) লন্ডন থেকে তাদের নিয়ে ঢাকার হজরত শাজজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, দেশে ফেরা বাংলাদেশিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তারা কেউই করোনা আক্রান্ত নন। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিতে বাড়ি পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমে যায়। ওই বিমানেই লন্ডন থেকে ১৫৭ বাংলাদেশি ফিরলেন।