শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ২ মন্ত্রী করোনায় আক্রান্ত রাশিয়ার

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় ৩৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৪৪ হাজারের বেশি।

এদিকে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দু-দিন আগেই কোভিড-১৯ ধরা পড়েছিল। শনিবার রাশিয়ার আরও দু’জন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন দেশের নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ এবং অপরজন উপমন্ত্রী। এই দু-জনেই এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবারই রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রধানমন্ত্রী নিজেই তাঁর করোনা সংক্রমণের খবর দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। প্রধানমন্ত্রীও এখন হাসপাতালে চিকিত্‍ৎসাধীন রয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।