শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত ৯২৯৪; হাজারো বন্ধুদের মিলন মেলা

বিশেষ প্রতিবেদকঃ বন্ধুত্বই বন্ধন, বন্ধুত্বই শক্তি, এ মূলমন্ত্রকে সামনে রেখে ৩১ জুলাই ২০২০ প্রতিষ্ঠা লাভ করে আলোকিত ৯২৯৪। আর ’৯২ এ বুঝায় যারা ১৯৯২ সালে এসএসসি এবং ’৯৪ এ বুঝায় যারা ১৯৯৪ সালে এইচএসসি পাশ করেছে। দীর্ঘদিন পর প্রায় মধ্যম বয়সে আলোকিত ৯২৯৪ এর ব্যানারে গত ৬ নভেম্বর’২০ ঢাকার শাহ্ আলী থানাধীন মিরপুর-১ এ তামান্না ওয়ার্ল্ড ফ্যামেলি পার্কে সারা দেশ থেকে আগত হাজারো বন্ধু/বান্ধবীদের এক মিলনমেলা হয়ে গেল।যার অবদানে আজ আলোকিত ৯২৯৪ আলোর ঝলকানী দেখে সে হলো সবার প্রিয় বন্ধু ডাঃ আকবর হোসাইন। যিনি পেশায় একজন চিকিঃসক। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারী বিভাগে কর্মরত আছেন। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত চলে বন্ধুদের আড্ডাবাজীসহ নানা আয়োজন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকিত ৯২৯৪ কে আরো প্রাণবন্ত করে তোলে।এতে সারাদেশ থেকে আগত বন্ধু/বান্ধবীরাই পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে।তার মধ্যে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কন্ঠ শিল্পী মিরা মন্ডল, এডভোকেট মাহবুবুল আলম লাভলু, ইঞ্জিনিয়ার মাহমুদ আল কাউসার বাবু, শামীম অন্যতম। ডাঃ আকবর ছাড়াও অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করেছেন তারা হলেন- ডাঃ মাহবুব, অধ্যাপক মিঠু, ইঞ্জিনিয়ার মাহবুব মায়া, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী, কাজী নাসরিন প্রমুখ।