শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এখনও শতভাগ সুস্থ হননি দিবালা করোনা থেকে

করোনা ভাইরাস ভালোভাবেই জেঁকে বসেছিল পাওলো দিবালার শরীরে। এমনও জানা গেছে চারবারের বেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এই জুভেন্টাস ফরোয়ার্ড। আর সর্বশেষ সংবাদ হচ্ছে, প্রাণঘাতী এই রোগ থেকে এখনও শতভাগ সুস্থ হতে পারেননি তিনি। এমনটি তিনি নিজেই জানিয়েছেন। সেইসঙ্গে ইতালিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর ‘সিরিআ’ মাঠে ফেরার খবরে রোমাঞ্চিত দিবালা।

এর আগে গত মার্চেই আর্জেন্টাইন তারকা দিবালা নিশ্চিত করেছিলেন বান্ধবী ওরিয়ানা সাবাতিনির সঙ্গে তিনি করোনায় পজিটিভ হয়েছিলেন। একই সময় এই মহামারির কারণে ইতালির ফুটবল স্থগিত হয়েছিল।

পরবর্তীতে এক মাস হোম আইসোলেশনে থাকার পর জুভেন্টাস কর্তৃপক্ষ জানায়, ৬ মে করোনা পরীক্ষায় নেগেটিভ হন তিনি। তবে সেই অসুস্থতার কারণে এখনও দিবালা শতভাগ ফিট নন।

দিবালা বলেন, ‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম, তবে এখন আমি ভালো অনুভব করছি। যদিও আমি এখনও শতভাগ সুস্থ না। তবে আমি ভালো আছি। আমরা ফের অনুশীলন শুরু করেছি ও ফুটবল ফিরছে। সুতরাং আমরা যেটা ভালোবাসি দ্রুতই সেখানে আমরা ফিরবো।’