শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এটিইটি নির্বাচনে বিজয়ী সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক ইঞ্জিঃ এস.এম সোহেল রানা

আজকের দেশর্বাতা রিপোর্টঃ বাংলাদেশের বস্ত্রখাতের সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন এ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী (এটিইটি) বাংলাদেশের দ্বি-বার্ষিক নির্বাচনে আমিনুল-সোহেল-শিশির পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।৬ নভেম্বর’২০২০ রাজধানী ঢাকার নিকুঞ্জে অবস্থিত ঢাক রিজেন্সীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোট নগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

এ নির্বাচনে অপর প্রতিদ্বন্ধী পরিষদ হলো বিপ্লব-সোহাগ-মন্ডল-বাবু পরিষদ।সভাপতি পদে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মোট ৪১২ ভোপ পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু তালেব চৌধুরী বিপ্লব পান ২১৩ ভোট। সাধারন সম্পাদক পদে ইঞ্জিনিয়ার এস,এম সোহেল রানা ৪২৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্ধী আবু শাহা মন্ডল পান ১৮৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মহসিন উজ্জামান শিশির পান ৪২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী কামরুল হাসান বাবু পান ২৪৯ ভোট। আমিনুল-সোহেল-শিশির পরিষদের অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মেহেদী হাসান(৪০৫), মোয়াজ্জেম হোসেন সরকার(৪০৪), সাজ্জাদ হোসেন(৩৫৮), সহ-সাধারন সম্পাদক আরিফুর রহমান সিদ্দিকী(৩০৫),এস.এম হাসিবুল্লাহ(৩৫৮), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম((৩০৭), আহমেদ সারোয়ার(২৮৩), কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম((৩৮৮), সজিবুর রহমান(৩৭০), দপ্তর সম্পাদক ফজলে রাব্বী(৩৯৬),জাহাঙ্গীর আলম(৩৯৫), প্রচার সম্পাদক শাহ্ কামাল(৪১৩), সুভজিৎ হীরা(৩৩৯), শিক্ষা ও সাহিত্য সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন(৩৯১), সাইফুল ইসলাম(৩৬৩), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(৩৮৬), মেহেদী হাসান সিদ্দিকী(৩৮১), মহিলা বিষয়ক সম্পাদক আলভী তাবাসসুম বিনতে তাহের(৩৩৭), সমাজ কল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম(৪০২),জাহাঙ্গীর কবির(৩৯৩),নির্বাহী সদস্য আল ইমরান(৪৪৫) সবোর্চ্চ, আব্দুল আলীম(৩৮৭), আব্দুল মোমেন লেবু (৩৮১), রাজু আহমেদ(৩৭৯), ইমরান কবির(৩৭২), গোলাম কিবরিয়া(৩৫৬),জাহাঙ্গীর আলম(৩৪৬) ও শফিকুল ইসলাম(৩৩৮)।যারা নির্বাচন নিয়ে আমিনুল-সোহেল-শিশির পরিষদকে বিজয়ী করেছেন এবং যারা ভোট প্রদান করেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এটিইটি’র নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এস,এম সোহেল রানাসহ নির্বাচিত সকল সদস্যগণ।