বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতাঃ পুতুল খেলার সাথী

-ইসরাত জাহান রিয়া

বকুল তলার বকুল বাগে ফুল ফুটেছে ঐ

মাগো আমায় পুতুল খেলার সাথী গেল কই।

আধাঁর রাতে, বাঁশের ফাকে

থেকে থেকে হুতুম ডাকে,

ভুতের ভয়ে ঘুম আসেনা,

একলা বশে রই

মাগো আমার তারা গুনার সাথী গেল কই।

মেঘ ঘুরে, আকাশ জুড়ে

ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়ে,

ব্যাঙের ডাকে ভাল্লাগেনা

কান চাপা দিয়ে রই,

মাগো আমার বৃষ্টিতে ভিজার সাথী গেল কই।

শাপলা দিদির পুকুর পাড়ে

জেলেরা সব জাল ফেলে,

ছেলেপুলেদের হাকাহাকিতে নিশ্চুপ হয়ে রই,

 মাগো আমার সাতার কাঁটার সাথী গেল কই।

বল মা সে কেমন আছে,

ফিরবে আবার কবে?

 সে ফিরলে তবে

আমার পুতুলের বিয়ে হবে।

মা আমাকে ধমক দিয়ে বলে উঠে

বার বার অবুঝ হয়ে

তুই আমায় প্রশ্ন করিস না আর।

আমি বলি তুমি আমায় বকচো কেন মা,

সে এলে তোমাকে আর আস্তো রাখবেনা।

মায়ের চোখে আপছা আপছা

অশ্রুর হাতছানি

খুকি বলে মা তুমি

কেন কাঁদছ আমি তা জানি,

মা আমাকে জড়িয়ে ধরে

চিৎকার করে বলে,

তোর তারা গুনার সাথী

অনেক দূরে গেছে চলে।

তারা হয়ে সে তোর কাছে

ফিরে আসবে বার বার,

পুতুল খেলার সাথীর কথা

 মনে রাখিস চিরকাল ।।

ইসরাত জাহান রিয়া ঐতিহ্যবাহী মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ এর দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি (কালমেঘার চালা)গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।