শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওড়ে শ্রমিক পাঠানো হয়েছে

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে এখন বড় চ্যালেঞ্জ হাওড়ের কৃষকের ধান কাটা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় থেকে ধান কাটার আধুনিক ৪ শতাধিক মেশিনসহ শ্রমিক পাঠানো হয়েছে হাওড় অঞ্চলে। বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলের উদ্যোগে ৭ শতাধিক করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকদের মাঝে ৫০ ভাগ প্রণোদনা বা সাব সিটিতে ধান কাটার আধুনিক হারবেস্টার মেশিন দেওয়া হয়েছে। যাতে করে বাংলাদেশের কৃষকের ধান কাটতে ও ঘরে তুলতে কোনো সমস্যা না হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন, ধনবাড়ী থানার ওসি চান মিয়া, পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, নূরানী কনস্ট্রাকশনের পরিচালক খন্দকার তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, ডাক্তার ও সাংবাদিকসহ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ উপস্থিত ছিলেন।