শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় ছুটি শেষেও নিরাপদে থাকতে করণীয়

পৃথিবীর বিভিন্ন দেশে ধীরে ধীরে তুলে দেয়া হচ্ছে লকডাউন। বাংলাদেশেও রোববার থেকে শেষ হচ্ছে সরকারি ছুটি।

দুই মাসের বেশি সময় ধরে চলা ছুটি শেষে খুলে যাচ্ছে সব ধরনের প্রতিষ্ঠান। চলবে গণপরিবহনও।

এতদিন করোনা সংক্রমণ রোধে যারা ঘরবন্দি ছিলেন; তাদেরও এখন কর্মস্থলের জন্য বের হতে হবে।

ছুটি শেষ হওয়ার কারণে সব জায়গায় মানুষের ভিড় বাড়বে। এ সময় নিজেকে ও পরিবারকে নিরাপদ এবং সুস্থ রাখতে সচেতন হতে হবে। মানতে হবে কিছু নিয়ম।

শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য মানতে হবে নিয়মগুলো। কারণ করোনা ছোঁয়াচে রোগ।

এ সময় নিরাপদে থাকতে করণীয়-

১. বাড়িতে যেন কোনোভাবেই জীবাণু না ঢুকতে পারে সে বিষয়ে সর্তক থাকুন।

২. বাইরে গেলে মাস্ক আর গ্লাভস ব্যবহার করুন। সঙ্গে রাখুন স্যানিটাইজার ও টিস্যু পেপার

৩. বাইরে থেকে ফিরে ২০ মিনিট সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিন ও গায়ের পোশাক ও মাস্ক পরিষ্কার করুন।

৪. গাড়ির দরজার হাতল ও সিট জীবাণুমুক্ত করে নিন।

৫. অফিসে ঢুকে ডেস্ক, কম্পিউটারের কি-বোর্ড ও ফোন মুছে নিন। গ্লাভস পরেই কাজ করতে পারলে ভালো।

৬. বার বার সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।

৭. বাইরে থেকে ফিরে আগে গোসল করে নিন। ব্যবহার করা পোশাকটি ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিন।

৮. মুখ, নাক বা চোখে হাত দেবেন না।