বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় টাঙ্গাইলে নতুন আক্রান্ত ১৪ জন, ১ জনের মৃত্যু

টাঙ্গাইলে নতুন করে একজনের মৃত্যুসহ আরো ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে তিনজন, সদর উপজেলায় তিনজন, গোপালপুর চারজন, দেলদুয়ার দুইজন, মধুপুর ও কালিহাতিতে ১জন । 

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, গত ৭ মে পাঠানো ১৩৮টি নমুনাসহ পূর্বের ৪৮৬ টি জমে থাকা নমুনা থেকে গত ৩ মে’র ২জন এবং ৭ মে’র ১২জন শনাক্তের ফলাফল আসে। এতে নতুন করে ১৪ জন আক্রান্ত হয়। এছাড়াও দেলদুয়ারে নতুন একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন। মৃত ব্যাক্তির বাড়ি উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া এলাকায়।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন এবং হোম কোয়ারিন্টিনে ২১০৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০২১০ জন।