বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় সিঙ্গাপুরে মোট আক্রান্ত ৪০৯৬৯ জন, সুস্থ ৩১১৬৩

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জুন আরও ৭৯৭ জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩১১৬৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে নতুন ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৯৬৯ জন।

মঙ্গলবার আক্রান্তদের মধ্যে কোনো সিঙ্গাপুরিয়ান (পার্মানেন্ট রেসিডেন্সি) নেই। তবে ২ জন ওয়ার্কপাশ হোল্ডার (যারা ডরমেটরির বাইরে বাস করেন)। বাকি ১৪৯ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে থাকেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ১০ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিল কিন্তু তাদের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছিল বলে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে।

এছাড়া, ২৬৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, আইসিইউতে রয়েছে। ৯৫১১ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় ভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে আলাদাভাব সেবা দেওয়া হচ্ছে।