বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্মহীন ২১০০০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ-এড: জোয়াহেরুল ইসলাম এমপি

বাসাইল সখিপুর উপজেলায় ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে এ দুযোর্গকালীন সময়ে টাংগাইল-৮আসনের সাংসদ ওজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডঃজোয়াহেরুল ইসলাম ভিপিজোয়াহের এমপি প্রশাসন,দলীয়নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিনিয়তই দুস্থ, এতিম প্রতিবন্ধী,কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।তিনি বলেন ইতিমধ্যেই আমার নিজস্ব তহবিল প্রায় দশলাখ টাকার খাদ্য সামগ্রী আমার নির্বাচিত এলাকায় অসহায় ২১০০০ হাজার পরিবারের মাঝে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণ করছি।আমি বেঁচে থাকতে আমার নির্বাচিত উপজেলায় কোন লোকেই না খেয়ে মরতে দিবো না।ইতিমধ্যেই উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।তাঁর অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিবে।তিনি আরোও বলেন পবিএ রমজান উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে আবারও বিশেষ খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি।তিনি বলেন করোনা ও ক্ষুধা মোকাবেলায় সবকিছুই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।এবিষয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল সাহসী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করেছেন বিশ্বের অন্য কোন দেশে এ পযর্ন্ত তা করতে পারেনি।মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে সামনে এগিয়ে গিয়েছেন আর এ লড়াইয়ে তিনি জিতবেন এবংআমি এ লড়াইয়ে তাঁর সহযোদ্ধা হিসেবে আমার নিবার্চিত এলাকায় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।তিনি বলেন১৯৭১ সালে কাঁধেকাঁধে মিলিয়ে আমরা যুদ্ধ করে বিজয়ী হয়েছি।আমরা সকলের প্রচেষ্টায় এযুদ্ধে জয়ী হবো। আমি প্রতিনিয়তই আমার নির্বাচিত এলাকায় কোথায় কিঅবস্থা,কী পরিস্থিতি তা পর্যালোচনা করে, দ্রুত সরকারি নিদেশনাএবংআদেশ গুলো বাস্তবায়িত হচ্ছে কিনা, সেটাও আমি মাঠ পযার্য়ের তদারকি করছি।পরিশেষে তিনি বলেন নিজের সস্মানীভাতা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়া সকল গরীবদুঃখী হতদরিদ্র খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে বিতরণ করে সহযোগিতা করার চেষ্টা করছিএবং ভবিষ্যতেও এচেষ্টা অব্যাহত থাকবে।যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি সবসময় প্রস্তুুত আছি।আমি জনগণের সেবক, সেবা করায় আমার ধর্ম।আমি সবসময় পরিস্থিতির নিরসনের জন্য প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।