শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কার্টুনিষ্ট কবির কিশোর ও লেখক মুশতাক কারাগারে

করোনাভাইরাস নিয়ে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (০৬ মে) ঢাকা
মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের
কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জামশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের দীর্ঘ্য শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (০৫ মে) রাতে তাদের কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র‌্যাব-৩। পরে র‌্যাব-৩ এ দুই জনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে
দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতো। আর লেখক মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিল।