বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নকল ওষুধ জব্দ, কারখানা সিলগালা

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের বিসিক এলাকা থেকে জীবনরক্ষাকারী নকল ওষুধ তৈরির একটি কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্টবেঙ্গল ইউনানি ল্যাবরেটরিজ নামের ওই প্রতিষ্ঠানটি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালান ওষুধ প্রশাসন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানার বিভিন্ন কক্ষে নারী শ্রমিক দিয়ে তৈরি করা হচ্ছিল এসব নকল ওষুধ। দীর্ঘদিন ধরে সুরক্ষিত বিসিক এলাকায় নকল ওষুধ তৈরি হলেও কিছুই জানতেন না বলে দাবি বিসিক কর্তৃপক্ষের।

কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. নূরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এ কারখানায় নকল রেনিটিডিন (গ্যাস্ট্রিক কমায়) ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে ১০ লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ জব্দ করা সম্ভব হলেও কারখানার মালিককে পাওয়া যায়নি।