বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুরবানির ঈদের আগে শ্রম পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক : মুন্নুজান সুফিয়ান

ছবি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান

আজকের দেশবার্তা রিপোর্টঃ ঈদউপলক্ষেশ্রমিকদেরবেতনবোনাসেরবিষয়েগার্মেন্টসসহসকলপ্রকারশিল্পখাতেরশ্রমপরিস্থিতিযেকোনসময়েরচেয়েসন্তোষজনকবলেজানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রমওকর্মসংস্থানপ্রতিমন্ত্রীবেগমমন্নুজানসুফিয়ান।তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। ঈদের আগের নিদিষ্ট সময়ে শ্রমিকদের প্রতিশ্রুত বেতন বোনাস প্রদান করায় মালিকদের ধন্যবাদ জানান। আজ বৃহস্পতিবার মন্ত্রণায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। করোনা দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কর্মস্থল ত্যাগ না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। অবশ্য কারখানা মালিকরা ঈদের আগে প্রতিশ্রুত বেতন বোনাস দিয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে শিল্পাঞ্চল পুলিশের তথ্যে বিস্তর ব্যবধান রয়েছে। শিল্পাঞ্চল পুলিশের হিসাব অনুযায়ী, তাদের আওতাধীন ৭ হাজার ৬০২টি কারখানার মধ্যে গতকাল সর্বশেষ কর্মদিবসে ২২ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেনি। আর বেতন পরিশোধ করেনি (জুলাইয়ের অর্ধেক) ৫৩ শতাংশ কারখানা। অবশ্ই তা সত্বেও কারখানাগুলোতে বড় ধরণের শ্রম অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে একাধিক তথ্যের ভিত্তিতে জানা যায় আজকেও অনেক কারখানায় মালিকপক্ষ জুলাই মাসের বেতন প্রদান করেছেন।তাতে শ্রমিকরা অনেক খুশি বলে জানা গেছে। সরকারি নির্দেশমতে সারা দেশের চার এলাকার কোন ব্যক্তি অন্য কোন জেলায় যেতে পারবেনা। এলাকাগুলো হলোঃ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।