বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যান্সার নিয়েই শুটিং করছেন সঞ্জয়

নিজস্ব সংবাদদাতা : সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার পৌঁছেছে তৃতীয় পর্যায়ে। যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা মাত্র ২০ শতাংশ! হাসপাতাল সূত্রের এই খবরেই চিন্তার ভাঁজ বলিউডে। কারণ, এই মুহূর্তে ৭৩৫ কোটি রুপির লগ্নি রয়েছে সঞ্জয় দত্তের ওপর। এর মধ্যে ১৪০ কোটি রুপি বাজেটে ‘শামসেরা’, ‘কেজিএফ চ্যাপটার-২-এর বাজেট ১৫০ কোটি রুপি। তবে সবচেয়ে বেশি বাজেট ‘পৃথ্বীরাজ’ ছবির ৩০০ কোটি রুপি। এই ছবিতে তার সহশিল্পী অক্ষয় কুমার ও মানুষি চিল্লার।

এখনও পর্যন্ত তিন দিনের শুটিং বাকি রয়েছে ‘কেজিএফ চ্যাপটা-২’ ছবির। গত ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিন উপলক্ষে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পায়। ৬ দিনের শুটিং বাকি রয়েছে ‘শামসেরা’-এর।

অন্যদিকে ‘পৃথ্বীরাজ’ ছবির মাত্র ৪০ শতাংশ শুটিং হয়েছে। মাঝে লকডাউনের জন্য বন্ধ ছিল শুটিং। কিন্তু এখন সঞ্জয় অসুস্থ, সেখানে শুটিং কবে হবে তার ঠিক নেই। কিন্তু না! কাজের প্রতি নিষ্ঠা আর দর্শকের প্রতি দায়বদ্ধতার কারণে ক্যান্সারেও দমে যাননি সঞ্জয় দত্ত। চিকিৎসা চলাকালীন অবস্থাতেই ‘শামসেরা’ ছবির কাজ শুরু করলেন।