বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

খেলাঘর আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প গাজীপুর-২০২২

বিশেষ প্রতিবেদক গাজীপুর: ”মুক্তিযোদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল”- এ শ্লোগানকে সামনে রেখে ২৩ র্মাচ থেকে ৩ দিন ব্যাপি গাজীপুরে মহানগরীর র্বোড বাজারস্থ খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০২২। সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে নুরুজ্জামান(জামান) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রনী কে.এম খালিদ, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আজমত উল্লাহ খান, এডভোকেট মহি উদ্দিন আহমেদ, স্থানীয় কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, এড.সুণীল কুমার সরকার মিন্টু , তুরিকুজ্জামান হিমু প্রমুখ।




সন্ধ্যা ৬:০০ টায় তরিক মাস্টারের সভাপতিত্বে শুরু হয় ” বাঙ্গালীর মননে মুক্তিযোদ্ধের চেতনা” বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন নাহার ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নিরঞ্জণ অধিকারী, আলহাজ্ব ক্যাপ্টেন হারুন অর রশিদ চৌধুরী, গাজীপুর জেলা খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক এম.এম শওকত আলম, জহিরুল ইসলাম জজ, মোস্তাফিজুর রহমান রিপন, গোবিন্দ বাগচী প্রমুখ। আলোচনা শেষে শিশুরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।