শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি(মধ্যপাড়া)গ্রামে পারিবারিক কলহের জেরে রাবেয়া বশরী(২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রাবেয়ার স্বামী একই এলাকার আফজাল হোসেন(২২), পিতার নাম ফজলুল হক। জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, আফজালের সাথে নলজানি পূর্বপাড়ার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার ২০১৮ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফজাল রাবেয়াকে নানাভাবে নির্যাতন করতো। বুধবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আফজাল তার স্ত্রী রাবেয়াকে মারধর করে। নিহতের মা নিলুফা জানান, বুধবার রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইলে ফোন করে তাদের বলেন যে, আফজালের সাথে ঝগড়ার পর রাবেয়া অসুস্থ হয়ে পড়েছে। পরে রাতেই রাবেয়াকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে রাবেয়ার শরীরিক অবস্থার অবনাতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাবেয়ার মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আমাদের কাছে আসার পর মৃত্যৃর কারণ জানা যাবে। তাছাড়াও গুরুত্বসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে আফজালসহ তার বাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা।