শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুলাইয়ে কিছু অফিস খুলে দেওয়ার পরিকল্পনা গুগলের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অফিস বন্ধ করে দিয়ে কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ করে দিয়েছিল গুগলের মতো বহু প্রতিষ্ঠান। টুইটার জানিয়েছে, তাদের কর্মীরা চাইলে আজীবন বাসা থেকে কাজ করতে পারবে। তবে মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, আগামী ৬ জুলাই বিভিন্ন শহরে অবস্থিত বিভিন্ন দফতর খুলে দেওয়ার পরিকল্পনা করছে তার প্রতিষ্ঠান।
প্রাথমিকভাবে এসব দফতরের প্রায় ১০ শতাংশ জনবলকে অফিসে যুক্ত করা হবে। আগামী সেপ্টেম্বর নাগাদ এটি ৩০ শতাংশে নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে সুন্দর পিচাই লিখেছেন, খুলে দেওয়া অফিসগুলোতে সামাজিক দূরত্ব ও স্যানিটাইজেশন সংক্রান্ত নির্দেশনা নিশ্চিতকল্পে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বজুড়েই কোম্পানিগুলো এখন উপায় বের করার চেষ্টা করছে, কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ধীরে ধীরে অফিসগুলো পুনরায় চালু করা যায়।