শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের পল্লী চিকিৎসক করোনা উপসর্গে ঢাকার হাসপাতালে মারা গেলেন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইলের বিশিষ্ট পল্লী চিকিৎসক ডাক্তার প্রশান্ত কুমার চন্দ্র। আজ শুক্রবার (২৯ মে) বিকেলে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, উপজেলার ঝাওয়াইল বাজারস্থ প্রসন্ন মেডিকেল হলের স্বত্বাধিকারী ও জনপ্রিয় পল্লী চিকিৎসক মৃত প্রভাত চন্দ্রের ছেলে ফার্মাসিস্ট প্রশান্ত চন্দ্র (৪৪) গত সোমবার (২৫ মে) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃতের বড় ভাই ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক প্রভাস চন্দ্র জানান, করোনার রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। তবে তাঁর মধ্যে করোনার উপসর্গ উপস্থিত ছিল। সরকারের নির্দেশনায় ঢাকায় প্রশান্তের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।