শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে অনুভব ফাউন্ডেশন থেকে বীর মুক্তিযোদ্ধার প্রতি শুভেচ্ছা নিবেদন ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে ৭১’এর রণাঙ্গনের কোম্পানি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি‌ মহোদয়কে অনুভব ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল সম্মাননা জানানো হয়েছে। আজ ২৩ মার্চ সকালে টাঙ্গাইল রোডে মিনা প্লাজায় এই সম্মাননা জানানো হয়।সম্মাননা প্রদান অনুষ্ঠানে রণাঙ্গনের এই মহান বীরমুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে বাংলাদেশের সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বলে জানান ছিন্নমূল মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা অনুভব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অনুভব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যদের উদ্দেশ্যে বীরমুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটি‌ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হতে উদ্বুদ্ধ করেন।উপস্থিত নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবীরা মনে করেন, অনুভব ফাউন্ডেশনের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স এর এসোসিয়েট প্রফেসর রেজাউল করিম রেজা,অনুভব ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ নাজমুল হোসেন,অনুভব ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাফিজুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন শান্ত, নির্বাহী সদস্য মোঃ বায়েজিদ হাসান শুভ, ওমর মাহমুদ, আকিল মাহমুদ ফুরকানসহ অনুভব ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ।