শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে আরো ১২ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ধনবাড়ীতে তিনজন, কালিহাতীতে দু’জন, গোপালপুরে দু’জন, ভূঞাপুরে একজন, দেলদুয়ারে দু’জন ও মির্জাপুরে দু’জন।

বৃহষ্পতিবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার টাঙ্গাইল থেকে ১২৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। সেখান থেকে এই ১২ জনের রিপোর্ট পজেটিভ আসে। বুধবার পর্যন্ত ঢাকায় পাঠানো দুই হাজার ১০৩টি নমুনার মধ্যে করোনা শনাক্ত হয় ৪৪ জনের। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন সাতজন।

টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে নতুন করে ধনবাড়ী ও কালিহাতীসহ ১১ উপজেলাতেই করোনা রোগী শনাক্ত হলো। এখনো আক্রান্তের বাইরে রয়েছে বাসাইল উপজেলা।

টাঙ্গাইলে আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে সাতজন, সখীপুরে ছয়জন, নাগরপুরে পাঁচজন, মির্জাপুরে সাতজন, দেলদুয়ারে ছয়জন, সদর উপজেলায় দু’জন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন, গোপালপুরে চারজন, ধনবাড়ীতে তিনজন এবং কালিহাতীতে দু’জন।