বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে দরিদ্রদের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ‘ঈদ উপহার’ বিতরণ।

স্টাফ রিপোর্টারঃ “আর্ত মানবতার পাশে বীরের সন্তান” এই স্লোগানে টাঙ্গাইলে ‘মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ এর পক্ষ থেকে ১১মে, মঙ্গলবার করোনা মহামারীতে অসহায় মানুষদের “ঈদ উপহার” বিতরণ করা হয়।বৈশ্বিক মহামারী ও অত্যাবশ্যকীয় লকডাউন সমাজের অভাবগ্রস্থ ও নিম্নআয়ের মানুষকে দুর্দশাগ্রস্থ করে তুলেছে। এসব অসহায় মানুষের দুরবস্থার কথা বিবেচনা করে আর্তমানবতার সেবায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট। এরই অংশ হিসেবে টাঙ্গাইল গোডাউন ব্রীজ সংলগ্ন এলাকায় ষাটের অধিক দুঃস্থ পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চিনিগুড়া চাল, ডাল, লবণ, তেল, দুধ, চিনি ও দুই প্রকার সেমাই জাতীয় খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এস আকবর খান, পাবলিক প্রসিকিউটর, টাঙ্গাইল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সাবেক সহকারী কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ড।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শিশির তালুকদার, তুহিন সিদ্দিকী, মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল সরোয়ার্দী, কোষাধক্ষ্য শাহ আলম মিঞা লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিন তালুকদার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, কার্যকরী সদস্য আলহাজ্ব আসাদুজ্জামান শোয়েব, মনিরুল ইসলাম মনির, মোঃ শাহরিয়ার আনোয়ার রাজিব, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য খন্দকার সজীব আহমেদ, টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক এ কে এম মঞ্জুরুল হক রনি, যুগ্ম আহ্বায়ক বিভাস চৌধুরী ও দিনাজপুর হতে আগত বীরমুক্তিযোদ্ধার সন্তান জনাব রাসেল রহমানসহ টাঙ্গাইল জেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।