বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে নিসচা’র উদ্যোগে পরিবহন শ্রমিকদের উপহার বিতরণ

আজ ১৩ মে বুধবার দুপুরে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া পরিবহন সেক্টর টাঙ্গাইল জেলার ২০০’র অধিক পরিবহণ চালক-শ্রমিকদের মাঝে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই(নিসচা) টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণঘাতী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন গোপালপুর-২আসনের মাননীয় এমপি ও টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হোসেন ছোট মনির। নিরাপদ সড়ক চাই(নিসচা), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান মোর্শেদ, নিসচা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু ও সাজ্জাদ খোশনবীশ, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক ইমতিয়াজ মুগ্ধ, যুব সম্পাদক মুহিবুজ্জামান মুক্তা, সদস্য লায়ন জাহাঙ্গীর আলম, রসি, মাসফি, শিকড়ের কোষাধ্যক্ষ অলিদ হাছান শাফিলসহ ‘নিসচা’ ও শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।