বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা : মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপর স্বাধীনতা বিরোধী চক্রের হামলা-মিথ্যা মামলা ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে ১২অক্টোবর সোমবার সকালে টাঙ্গাইল নিরালা মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি। তিনি সাম্প্রতিক কালে মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও নির্যাতনের বিভিন্ন তথ্য তুলে ধরে প্রশাসনের পক্ষথেকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের এইসমস্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করে দেয়া হবে। মানববন্ধন অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাগণ একটি সুশৃঙ্খল পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটির নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে ‘স্মারকলিপি’ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।