বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়ে তুলুন’ -এই স্লোগানে শনিবার ২৮ নভেম্বর সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়ার স্বপ্ন ছড়িয়ে দিতে সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীর উপস্থিতিতে টাঙ্গাইল পৌর সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত তরুণ-তরুণীরা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়তে নিজ নিজ মতামত ও প্রত্যয় ব্যক্ত করেন। সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শিকড়’এর উপদেষ্টা মাজহারুল ইসলাম শুভ, ৭১এর চেতনা, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান সোয়েব, সাধারণ সম্পাদক হাফিজ হাসনাত আপেল, শিকড়- এর বাশিরুল ইসলাম, অলিদ হাসান শাফিল, কবির, প্রতীক, ঐশী, মিম, রুশা প্রমুখ।