শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে প্রবেশ: দুই সংবাদকর্মীর বাড়ি লকডাউন

করোনা আক্রান্তদের সংবাদ করতে গিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে প্রবেশ করার অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসায় রিপোর্টারের বাসাও লকডাউন করে সদর উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপম ফারিসা বাড়ি দুটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বেশ কয়েকজন করোনা ভাইরাসের আক্রান্তের রোগী চিকিৎসা রয়েছেন। এ অবস্থায় শনিবার নিউজ করতে যায় ওই দুই সাংবাদিক। এসময় শুধু ক্যামেরাপার্সন করোনা আইসোলেশন ইউনিটে রোগী থাকা অবস্থায় প্রবেশ করেন।পরে তারা সেই হাসপাতাল থেকে বের হয়ে আসেন। এরপর রোববার ওই ক্যামেরাপার্সন অফিস করেন এবং তার সংস্পর্শে আসেন রিপোর্টার। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুই জনের বাড়ি লকডাউন করে দেয়া হয়৷উল্লেখ্য, রোববার পর্যন্ত টাঙ্গাইলে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়। এদের মধ্যে ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।