শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল জেলায় ৭১’র চেতনার আহবায়ক কমিটি গঠন

কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবীন এর স্বাক্ষরিত টাঙ্গাইল জেলার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। মোঃ আসাদুজ্জামান শোয়েব কে আহবায়ক ও হাফিজ হাসনাত আপেলকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা। “মানবের কল্যাণে, সময়ের প্রয়োজনে সদা জাগ্রত” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

প্রায় আট বছরের আমাদের এই পথচলায় আমরা হাসি ফুটিয়েছি হাজারো মানুষের মুখে । স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, প্রাথমিক শিক্ষা কার্যক্রম,মাদক ও বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, পরিচ্ছন্ন শহর আন্দোলন, নতুন বছরে নতুন পোশাক বিতরণ, বৃদ্ধাশ্রমে ও সুবিধা বঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ, শিক্ষা কার্যক্রম, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নের মটিভেশন প্রদান সহ নানা কার্যক্রম।

এছাড়া
• স্বেচ্ছায় রক্তদান
• মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান
• অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান
• ফ্রি মেডিকেল ক্যাম্প
• বৃক্ষরোপণ কর্মসূচী
• প্রাথমিক শিক্ষা কার্যক্রম
• মাদক বিরোধী প্রচারণা
• বাল্য বিবাহ বিরোধী প্রচারণা
• জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহে বিশেষ কর্মসূচী গ্রহণ
• ইন্টারনেটের সঠিক ব্যবহার বিষয়ক প্রচারণা
• পরিচ্ছন্ন শহর আন্দোলন
• নতুন বছরে নতুন পোশাক বিতরণ
• বৃদ্ধাশ্রমে একদিন কর্মসূচী
• সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ
• সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম • সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ
• সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ
• সুবিধাবঞ্চিত শিশুদের জন্মোৎসব
• সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ
• গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নের মটিভেশন
• ভিক্ষুক পুনর্বাসন
• শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে নিয়োমিত ডিবেট, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন
• শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে পাঠচক্র কার্যক্রম
• নিয়মিত আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন
• স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন
• সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আগ্রহী করতে আবৃতি ও মঞ্চনাটক প্রশিক্ষণ ও প্রদর্শন
• সচেতনতামুলক পথনাটক প্রদর্শন
• লেখালেখির অভ্যাস বাড়াতে নিয়মিত ব্লগ ও ম্যাগাজিন প্রকাশ সহ

অন্যান্য কার্যক্রম ” ৭১’এর চেতনা ” একটি জনসচেতন উন্নয়ন মূলক সংগঠন।