বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেস্ট ক্রিকেট হয়ে যাবে ইজি ক্রিকেট নিয়ম বদলালে

জনপ্রিয়তা কমে যাচ্ছে, দর্শকরা আর আগ্রহ পাচ্ছে না, ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে- এমন নানান কারণ দেখিয়ে সাম্প্রতিক সময়ে প্রায়ই টেস্ট ক্রিকেটের নিয়মকানুন বদলানোর ব্যাপারে আলোচনা সরব হয়। বিশেষ করে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে চারদিনে নামিয়ে আনার প্রস্তাব বেশ আলোচিত বিশ্ব ক্রিকেট মহলে। তবে তারকা ক্রিকেটারদের কেউই টেস্টের দৈর্ঘ্য কমিয়ে আনা বা অন্যান্য নিয়মকানুনে আমূল পরিবর্তন আনার পক্ষে মত দেননি। ব্যতিক্রম নন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসও। তার মতে নিয়ম বদলাতে চাইলে এর নামও বদলে ‘ইজি ক্রিকেট’ রাখা উচিৎ। নিজে মারকুটে অলরাউন্ডার হলেও, টেস্ট ক্রিকেটের প্রতি স্টোকসের সম্মান ও ভালোবাসা সর্বোচ্চ। সবশেষ অ্যাশেজ সিরিজেই তিনি খেলেছেন জীবনের অন্যতম সেরা ইনিংস। অবিশ্বাস্য এক ইনিংস হেডিংলিতে একা হাতে দলকে জিতিয়েছিলেন তিনি।

স্টোকসের মতে, ক্রিকেটের চূড়াই হলো টেস্ট ফরম্যাট। এক লাইভ ভিডিও সেশনে তিনি বলেছেন, ‘আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ চূড়া। সম্প্রতি অনেক কথা বলাবলি হচ্ছে যে, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। আমি জানি না এসব কথা কীভাবে আসে।’ তিনি আরও যোগ করেন, ‘বিরাট কোহলি, জো রুটরা বারবারই বলছে টেস্ট ক্রিকেটই যেকোন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। এই ফরম্যাটেই একজন ক্রিকেটারের নিজের জাত চেনানোর সবচেয়ে বড় সুযোগ। ক্রিকেটের বিশুদ্ধতম ফরম্যাট এটি।’ এ ইংলিশ অলরাউন্ডারের আশা কখনওই বদলাবে না টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটের নিয়ম বদলে গেলে সেটা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন স্টোকস, ‘এটা (টেস্ট) এমনই থাকতে হবে। টেস্ট ক্রিকেট বদলে গেলে সত্যিই দুঃখজনক ব্যাপার হবে। তারা যদি সত্যিই নিয়ম বদলাতে চায়, তাহলে আমি মনে করি তাদের এটিকে ইজি (সহজ) ক্রিকেট ডাকা উচিৎ।’