শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-৫ এর সাংসদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা আর নেই

ঢাকা-৫ (যাত্রাবাড়ি-ডেমরা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৬ মে (বুধবার) সকাল সোয়া ১০টার সময় স্কয়ার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৬
দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। বার্ধ্যক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে
বাইপাস সার্জারিও করেছিলেন। হাবিবুর রহমান মোল্লা হলেন একজন প্রবীণ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সংসদ
সদস্য। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের ৩ মেয়াদের সংসদ সদস্য। হাবিবুর
রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত সামসুদ্দিন মোল্লা ও মাতা রোকেয়া
বেগম। তিনি মেট্রিকুলেশন (বর্তমান মাধ্যমিক) পর্যন্ত লেখাপড়া করেছেন। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে তিনি
অংশ গ্রহণ করেন। মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি
১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন।
২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি এবং আ’লীগরে
সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ ও বিদেহী
আত্নার মাগফেরাত কামনা করেছেন।