শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করল ইরাক

আজকের দেশবার্তা রিপোর্টঃ তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করেছে ইরাক। বৃহস্পতিবার এই সফরের সময়সূচি নির্ধারণ করা ছিল।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য দেয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ইরাকে হামলা ও সীমান্ত লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

তুরস্কের কাছে ও ইরানি সীমান্তে উত্তরপূর্বাঞ্চলীয় ইরাকের সিদাকান এলাকায় মঙ্গলবার ড্রোন হামলা চালায় তুরস্ক। ইরাক সেই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এতে ইরাকি সীমান্ত বাহিনীর দুই সদস্য ও গাড়ির এক চালক নিহত হয়েছেন।