শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া-কানাডার সাহায্য কামনা

আজকের দেশবার্তা রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া ও কানাডার সহযোগিতা চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। শুক্রবার (২১ আগস্ট) দাবানল পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেছেন, ‘এই আগুন আমাদের সম্পদ ও কর্মকর্তাদের শেষ করে দিচ্ছে।’

জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি অগ্নিকাণ্ড মাত্র একদিনের ব্যবধানেই দ্বিগুণ আকার ধারণ করেছে। এতে অন্তত ১ লাখ ৭৫ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দাবানলে দমকলকর্মীসহ অন্তত ৪৩ জন আহত হয়েছেন, মারা গেছেন কমপক্ষে ছয়জন। আগুনে ভস্মিভূত হয়ে গেছে শত শত ঘরবাড়ি, হুমকিতে পড়েছে আরও কয়েক হাজার। ক্যালিফোর্নিয়ায় বিশ্বরেকর্ড গড়া তাপদাহের মধ্যে ১২ হাজারের বেশি বজ্রপাত থেকে এ দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়। এমন পরিস্থিতিতে অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।