বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই দিনের শিশুর প্রাণ কাড়ল করোনা

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত দুইদিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও অকাল জন্মগ্রহণের (প্রিম্যাচিওর) কারণে অন্যান্য শারীরিক জটিলতাতেও ভুগছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুটির মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, শিশুটির শরীরেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে অকাল জন্মের কারণে জটিলতার বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ।

এদিন দুইদিন বয়সী শিশুটিসহ মোট ২৭ জন করোনা রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জন।

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আফ্রিকা মহাদেশের মধ্যে সেখানেই করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি।