শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধনবাড়ীতে কর্মহীন দরিদ্র এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন খন্দকার তারিকুল ইসলাম তারেক

টাঙ্গাইলের ধনবাড়ীতে করুনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনায় বিপাকে পড়েছেন নিম্ম-মধ্যবিত্তরা।উপার্জন বন্ধ থাকায় তাদের অনেকেই ঘরেই খাবার নেই। এমনি পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, নূরানী কনস্ট্রাকশন লিঃ এর পরিচালক খন্দকার তারিকুল ইসলাম তারেক। অতিদরিদ্র কর্মহীন অসহায় পরিবার গুলোর খাদ্য নিরাপত্তার নিশ্চিত করতে আজ থেকে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন,যদুনাথপুর ইউনিয়ন এবং ধনবাড়ী পৌরসভা সহ কয়েক টি জায়গায় কর্মহীন পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী পৌছে দেন খন্দকার তারিকুল ইসলাম তারেক। খন্দকার তারিকুল ইসলাম তারেক বলেন,করোনাভাইরাস এর প্রকোপ থেকে মুক্ত থাকতে সরকার ঘোষিত আদেশে ঘরে থাকা এসব নিন্ম-আয়ের পরিবার পড়েছে বিপাকে, দৈনিক মুজুরির এসব মানুষ গুলোর আয় বন্ধ হওয়ায় তারা অনেক কষ্টে দিনযাপন করছেন।

তিনি প্রায় এক হাজারের অধিক পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তৈল,খাদ্য বিতরণ করেন। খন্দকার তারিকুল ইসলাম তারেক আরও বলেন- এই দূর্যোগ আমাদের সম্মিলিত ভাবে প্রতিরোধ করতে হবে, সমাজের বিত্তবান মানুষদের অসহায়দের পাশে দাড়াতে হবে, তবেই সবার এই সমস্যা দূর করা সম্ভব।আমাদের এই প্রচেষ্টা সাধ্যমত সহযোগীতা করছি আপনারাও আপনার পাশে বসবাস করা মানুষ গুলোকে সহযোগীতা করুন। পরে তিনি করোনা থেকে মুক্ত থাকতে সবাইকে তাদের নিজ গৃহে অবস্থান করতে বলেন ও জনসমাগম এড়িয়ে চলতে বলেন।