বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

নতুন আইফোনের তথ্য ফাঁস, কত পড়বে দাম

নিজস্ব সংবাদদাতা : আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। যদিও এখনো এর বাজারে আসার দিনক্ষণ ঠিক হয়নি, তারপরও কেমন হবে নতুন আইফোন ১২ প্রো ম্যাক্স-তা নিয়ে মোবাইলপ্রেমীদের যথেষ্ট আগ্রহ রয়েছে।

ইতোমধ্যে আইফোনের নতুন মডেলের কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ফিলিপ করোই ও এক্সডিএ ডেভেলপের ম্যাক্স ওয়েনব্যাচ।

তারা বলছেন, আইফোন ১২ মডেলের অন্যান্য ফোন অপেক্ষা ভিন্ন মডেলে আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তাদের মতে, অ্যাপলের নতুন আইফোনে থাকছে ২০২০ সালের সেরা ফিচার।

ইউটিউবার করোই বলছেন, ৬.৭ ইঞ্চির বিশাল আকৃতির আইফোন (১২ প্রো ম্যাক্স) হবে চলতি বছরের সেরা চমক। এর ডিসপ্লেটা হবে চমৎকার এবং ক্যামেরাটাও হবে দারুণ।

আইফোনের ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স মডেলের মধ্যে ডিভাইসগত তেমন কোনো পার্থক্য নেই। তবে আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স হবে একটু অধিকতর ভিন্ন। তবে এই ভিন্নতা ঠিক কেমন হবে তা ফাঁস করেননি ইউটিউবার ফিলিপ করোই।

তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন মডেলে থাকছে লিদার ক্যামেরা। তবে ব্যাটারি হবে আগের তুলনায় কিছুটা নিম্নমানের।

তবে বিশাল আকৃতির (৬.৭ ইঞ্চির ডিসপ্লে) কারণে নতুন আইফোন হাতে নিতে একটু অসুবিধায়ই হবে বৈকি। আরেকটা অস্বস্তির কারণ এর দাম।

আইফোন ১২ প্রো ম্যাক্সের সম্ভাব্য দাম হতে পারে ১১৯৯ মার্কিন ডলার। অর্থাৎ ফোনটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে এক লাখেরও বেশি টাকা। আরও জানা গেছে, ৫জি সাপোর্টেড নতুন আইফোনের বক্সে ওয়াল চার্জার ও ইয়ারপডস দুটোর কিছুই রাখছে না অ্যাপল।