বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাগরপুরে ব্যানার ছিঁড়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা

নাগরপুরে ব্যানার ছিঁড়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা।

মোঃ আশরাফুল ইসলাম নাগরপুর উপজেলা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ‍্যে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা যুব সমিতির সহ-সভাপতি খন্দকার আছাব মাহমুদের জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের মাইলজানীতে এ ঘটনা ঘটে।

বিশেষ করে ব্যানার থেকে জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশটুকু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে যা সংবিধান অনুযায়ী ছবি অবমাননা ও অত্যন্ত গর্হিত কাজ।

এ বিষয়ে খন্দকার আছাব মাহমুদ গণমাধ্যমকে জানান- আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদ শুভেচ্ছা জানানো হয়ে ছিল। উক্ত ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ছিল। কে বা কাহারা রাতের অন্ধকারে এই ব্যানার গুলো ছিঁড়ে ফেলেছে তা আমি জানি না। বিশেষ করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবির অংশটুকু ছিঁড়ে ছবিগুলোকে অবমাননা করা হয়েছে যা সংবিধান পরিপন্থী ও অত্যন্ত গর্হিত কাজ।

এই ধরনের গর্বিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

খন্দকার আছাব মাহমুদ আরোও বলেন, এমন নোংরা কাজের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।